Home / সারাদেশ / ফরিদগঞ্জে ৩ সার ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা
Faridgonj 1

ফরিদগঞ্জে ৩ সার ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

ফরিদগঞ্জে মূল্য তালিকা না থাকায় এবং সার মজুদ কারায় ৩ ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

৩ আগস্ট বুধবার সকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের কালির বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন নেছা ও উপজেলা কৃষি কর্মকর্তা আশক জামিল মাহমুদ এবং থানার এসআই বরকত উল্লা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে পরিচালনা করে ৩ সার ডিলারকে বিভিন্ন অপরাধে জরিমানা করেন।

জানা যায়, খুচরা সার বিক্রেতা হিসেবে ৩ দোকানে ক্যাশ ম্যামো,মুল্য তালিকা ও দৈনিক সার বিক্রির রেজিস্টার এবং মজুদ রেজিস্টার না থাকায় সার ডিলার জহিরুল ইসলামকে ৫০ হাজার টাকা,জহিরুল ইসলাম ভূঁইয়াকে ৫০ হাজার টাকা ও ফখরুল আলমকে ৫০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন,‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা না মানার অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয় এবং ৩ ডিলারের কাছ থেকে অঙ্গীকারনামা রাখা হয়েছে।*

শিমুল হাছান
৩ আগস্ট ২০২২
এজি