ব্রান্ডিং চাঁদপুর সংক্রান্ত কমিটির সভা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘সারাদেশের মধ্যে চাঁদপুরকে ব্রান্ডিং জেলা ঘোষণা করেছে সরকার। এ জন্য চাঁদপুরকে তুলে ধরতে হবে। কি কি ক্ষেত্রে চাঁদপুর বিখ্যাত তা জাতির কাছে তুলে ধরতে হবে। এটা চাঁদপুরবাসীর জন্য অনেক গর্বের বিষয়।’
তিনি আরো বলেন, ‘চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্য ব্রান্ডিংয়ের মধ্যে আনতে হবে। এক্ষেত্রে চাঁদপুরের ইলিশ, হাইমচরের পানের বরজ ,ফরিদগঞ্জের আউয়ালের মিষ্টি অন্যতম। এ জাতীয় বিখ্যাত আর কি কি ঐতিহ্য রয়েছে যা ব্রান্ডিং করা যায় তা তুলে ধরতে হবে। আগামী ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকল শ্রেণীর পেশার মতামত গ্রহনের জন্য দিনব্যাপী এ বিষয়ে সভা, সেমিনার, কর্মলাশা অনুষ্ঠিত হবে। সেখানে চাঁদপুরকে ব্রান্ডিং নিয়ে সচিত্র প্রতিবেদন তুলে ধরা হবে বলে আশা করছি।’
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল হাই পরিচালনায় বক্তব্য রাখেন,চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার,স্থায়ীয় সরকার উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. মাসুদ হোসেন, উপজেলা নিবাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, এএসপি (হেডকোয়াটার ) মো. শাকিল আহমেদ,,চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাস চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী,জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তার হোসেন, জেলা মাকেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম, ,এমও সিএম আশরাফ আহমেদ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির কালচার অফিসার আবু সালেহ মো.আব্দুল্লাহ প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৯:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur