চাঁদপুর

চাঁদপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ১ লাখ ৩৭ হাজার সুবিধাভোগী

চাঁদপুরে সরকারের ‘ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ’ র আওতায় সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় ১ লাখ ৩৭ হাজার ৮শ ৪৮ জন সুবিধাভোগী অন্তর্ভুক্ত।

বুধবার ১৬ সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তর, চাঁদপুর থেকে এ তথ্য জানা গেছে ।

সামাজিক নিরাপত্তাগুলোর মধ্যে বয়স্ক ভাতা, বিধবা দু:স্থ মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা হিজড়া , জনগোষ্ঠীর বিশেষ ভাতা ,বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা ,অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ,বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা , প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি , হিজরা ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা ভাতা ইত্যাদি ।

সমাজসেবা অধিদপ্তর চাঁদপুরের দেয়া তথ্যমতে , ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত চাঁদপুর জেলার ৮ টি উপজেলার ৮৯ টি ইউনিয়নে সরকারি নির্দেশে নিয়মে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাছাইকৃত সুবিধাভোগদের তালিকার ভিত্তিতে ও স্ব -স্ব উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের অনুমতিতে ২০১৯-২০ অর্থবছরের জুন পর্যন্ত বয়স্ক ভাতায় ৮২ হাজার ৭ শ ৭০ জন , ২৪ হাজার ৯ শ ৫৮ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতার অন্তর্ভুক্ত । সুবিধাভোগীগণ প্রতিমাসে ৫ শ টাকা করে ভাতা পাচ্ছে ।

অসচ্ছল প্রতিবন্ধী হিসাবে মাসে ৭ শ টাকা করে ভাতা পাচ্ছে ৩০ হাজার ১ শ ২০ জন, ২৪ জন হিজড়া জনগোষ্ঠী বিশেষ ভাতা,বেদে ৮শ ২৩ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ৮ শ ৬৩ জন, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাচ্ছেন ৩ হাজার ৯ শ ৫৬ জন। ২০২০-২১ অর্থবছরে তাঁরা পাবেন ১২ হাজার টাকা করে ।

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রাথমিক মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ে ১ হাজার ৪ শ ৪২ জন , অনুরূপ হিজড়া শিক্ষার্থীগণ পাচেছ ৮ জন ,বেদে ২শ ৭৫জন ও ানগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীগণ পাচ্ছে ৫শ ৩৪ জন্ ।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ র আওতাভুক্ত মৃত্যুজনিত কারণে ঔ শূন্য কোঠায় নতুন সুবিধাভোগী ২০২০-২১ অর্থবছরে অন্তভর্’ক্ত হবে বলে জানা গেছে ।

আবদুল গনি, ১৬ সেপেটম্বর ২০২০

Share