সাভারে প্রকাশ্যে দুই নারীকে পিটিয়ে আহত করে নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সাভারের একটি ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তুলে রিকশাযোগে জামসিং এলাকার বাসায় ফিরছিলেন দুই নারী। রিকশাটি সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় প্রকাশ্যে তাদের পিটিয়ে আহত করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ৬০ হাজার টাকা এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও কেউ এ সময় সাহায্যের জন্য এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৬:০১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur