‘সাপুড়ে’ মাশরাফি! সদ্য বিসিএল খেলা শেষ করে আপাতত দেশের বাড়ি নড়াইলে আছেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আপাতত কোন খেলা না থাকায় সেখানে অবসর সময় কাঠাচ্ছেন তিনি।
আর এই সময় গ্রামের বন্ধুরের সাথে বেশ মজাই দিন পার করছেন ম্যাশ।সেটা তাঁর একটি সাপ ধরা ছবি দেখেই বুঝা গেলো। ছবিতে দেখা যাচ্ছে রাস্তার ধারে একটি সাপ শুয়ে আছে।আর এই সাপটি সুকৌশলে ছোট একটি লাঠি দিয়ে ধরছেন ম্যাশ।
তবে সাপটি বিষাক্ত কি না সেটি জানা যায়নি।সেই যাই হোক ম্যাশের এই সাপ ধরার ছবি দেখলে হয়তো অনেকেই আতকে উঠতে পারেন।
কিভাবে একটি লাটি দিয়ে পেশাদার সাপুড়ের মত সাপটি ধরেছেন।এই না হলে মাশরাফি বুকে সাহস আছে বলেই ক্রিকেট দুনিয়ায় কোন শক্তিকে পরোয়া করে না।
এমটিনিউজ২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur