কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহরে প্রথম দিনে ৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের কাছ থেকে প্রার্থীরা পৃথক ভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হচ্ছেন, মো. মিজানুর রহমান,মকবুল হোসেন,লিটন তালুকদার ও বাবুল ভুইয়া। এসময় ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ধর,সিনিয়র শিক্ষক শাহ আলম পাটওয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গেল ৩১ জুলাই কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার,প্রিজাইডিং অফিসার কেএম সোহেল রানা সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তফসিল ঘোষনা করেন। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়পত্র সংগ্রহ ও জমাদান শেষে আগামী ১৬ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ আগস্ট ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur