Home / চাঁদপুর / ‘শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে সরকার কাজ করছে’
shakkorota-andholon

‘শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে সরকার কাজ করছে’

চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘২০২১ ও ২০৪১ সালের শিক্ষা ভিশন বাস্তবায়নে দেশে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এরইমধ্যে সরকার সারা দেশে ৫ হাজার ২৫ টি কমিউনিটি লার্নিং তৈরি করেছে। পিছিয়ে পড়া জনগণকে এগিয়ে নিতে সরকার এ প্রকল্পে ৪৫ লাখ মানুষকে নিয়ে কাজ করবে।’

শনিবার ( ৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯ টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ‘ সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি ’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৯৯৮ সালে ইউনেস্কোতে বাংলাদেশ সাক্ষরতা অর্জন করে। ২০১৭ সালে পরিসংখ্যান ব্যুরো অনুযায়ী ৭২ দশমিক ৯ ভাগ সাক্ষরতা বৃদ্ধি পেয়েছে। দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবাইকে নিয়ে সাক্ষরতা নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এক পাঁয়ে বেশি দূর হাটা যায় না। জীবন গঠন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নারী পুরুষ সবাইকে সাক্ষরতা অর্জন করার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে।সে লক্ষ্যে চাঁদপুরের ৫২% লোক স্বাক্ষরতা অর্জনে এগিয়ে রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ষোলঘর সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী বীরমুক্তিযুদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম ।

আরো বক্তব্য রাখেন সহকারী উপজলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা প্রোগ্রাম অফিসার মো. আরিফ হোসেন, হাসানআলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসীন মিয়া, হাসানআলী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি প্রমুখ।

এর আগে সকাল ৯ টায় হাসানআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ হতে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীর অংশগ্রহণে দিবস উপলক্ষে র‌্যালি বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানেই শেষ হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরায়ান তেলোয়াত করেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাৎ হোসেন এবং গীতা পাঠ করেন সহকারী শিক্ষিকা রিতা দে।

strong> প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৮:৩০ পিএম,৮ সেপ্টেম্বর ২০১৮,শনিবার
এজি

Leave a Reply