দৈনিক চাঁদপুর সময় ও আজকের দেশকন্ঠের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি গুরুতর অসুস্থ সাংবাদিক মো. হুমায়ুন কবিরের চিকিৎসার জন্যে হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন ও উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ মে) উপজেলার ১০নং গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের স্থানীয় ডাটরা শিবপুর গ্রামে তার নিজ বাড়িতে গিয়ে এ অনুদান প্রদান করা হয়। আর্থিক অনুদান তুলে দেন উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাধারন সম্পাদক খন্দকার আরিফ, সহ-সভাপতি রেজাউল করিম নয়ন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্। এ সময় নেতৃবৃন্দ তার সাথে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ মঙ্গলবার ভোরে সাংবাদিক হুমায়ুন কবির তার নিজ বাড়িতে পা পিচলে বাম পায়ের হাড় ভেঙ্গে যায়। দীর্ঘদিন কুমিল্লা ট্রমা সেন্টারে চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের তত্ত¡াবধানে রয়েছেন।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur