Home / বিনোদন / সাংবাদিক রােজিনা ইসলামকে হেনস্তার নিন্দা ১০ সাংস্কৃতিক সংগঠনের
সাংবাদিক রােজিনা

সাংবাদিক রােজিনা ইসলামকে হেনস্তার নিন্দা ১০ সাংস্কৃতিক সংগঠনের

প্রথম আলাের জ্যেষ্ঠ প্রতিবেদক রােজিনা ইসলামকে হয়রানি ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে দেশের ১০টি সাংস্কৃতিক সংগঠন। আজ বুধবার একটি বিবৃতিতে এ নিন্দা জানানাে হয়।

সংগঠনগুলাে হলাে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ এবং আইটিআই
বাংলাদেশ কেন্দ্র।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী কমিটির সদস্য হানিফ খানের পাঠানাে যৌথ বিবৃতিতে বলা হয়, একজন অনুসন্ধিৎসু সাংবাদিক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহু অনিয়ম ও দুর্নীতির তথ্য তিনি (রােজিনা ইসলাম) মানুষের কাছে ইতিমধ্যে তুলে ধরেছেন। তার ওপর উক্ত মন্ত্রণালয়ের রাগের কারণ কারও বুঝতে বাকি নেই।

আমরা মনে করি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সাংবাদিকতা এবং তথ্য প্রকাশের ওপর অশনিসংকেত।

বিবৃতিতে বলা হয়, ‘অবিলম্বে রােজিনা ইসলামকে মুক্তি, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিগ্রহকারীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হােক।

প্রতিবেদক: আশিক বিন রহিম