হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি তার ৩নং ওয়ার্ড নির্বাচনী এলাকার জনগণ ও সাংবাদিকদের মুখামুখি হয়েছেন। শুক্রবার রাতে ধেররা বাজারে প্রকাশ্যে ২০১৬ থেকে গত প্রায় ৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা সাংবাদিকদের সামনে তুলে দরার জন্য জনগণের প্রতি আহবান জানান। হাজীগঞ্জের ইতিহাসে প্রকাশ্যে কোন জনপ্রতিনিধি এই প্রথম জনতার আদালতে জবাব দিহিতার কাঠগড়া ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেন।
পৌর প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রায়হানুর রহমান জনি প্রায় টানা দুই ঘন্টার সংবাদ সম্লেলনে বলেন, গত ৫ বছরে আমার কারনে কার কোন ক্ষতি হয়েছে প্রমান দিতে পারেন, তাহলে আর জীবনে কোন নির্বাচনে প্রার্থী হবো না। টক, মিষ্টি, জ্বাল প্রকৃতির লোক ছাড়া কোন জনপ্রতিনিধি সঠিক চেয়ার চালাতে পারে না। আমি যা বলি তা প্রকাশ্যে বলি, এটাই আমার সভাব। আগামিতে এ ওয়ার্ডকে একটি মাস্টার প্ল্যানের আওতায় আনতে চাই। ড্রেনেজ ব্যবস্থা গ্রহণসহ প্রতিটি সড়কের দুই পাশ বৃদ্ধি করবো এবং সিসি ক্যামরা স্থাপন করবো। ওয়ার্ডের সব বিদ্যালয়ের মাঠে খেলাধুলা এবং মিনি পার্কে পরিনত করবো। নিজ অর্থায়নে সকলের পৌর কর পরিষোদ করবো। একটি উচ্চ বিদ্যালয় গড়ে তোলার চেষ্টা করবো। মুক্তিযুদ্ধাদের আর্থিক সন্মানি ও তাদের এবং বিশিষ্ট ব্যক্তিদের নামে সড়কের নামকরণ করবো। উক্ত ওয়ার্ডকে পুরাপুরি মাদকমুক্তসহ নানা প্রতিশ্রুতি দেন এ জনপ্রতিনিধি।
আরও পড়ুন- হাজীগঞ্জে মৃতব্যক্তির জন্য বাঁশ কাটতে গিয়ে আরেক ব্যক্তির মৃত্যু
এর আগে তিনি গত ৫ বছরে ধেররা, খাটরা ও বিলওয়াইতে প্রায় ৬৫ মত রাস্তা ভরাট, প্যালাসাইডিং, আরসিসি দ্বারা নির্মাণকাজ সম্পন্ন করেন। এছাড়া মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঘরবাড়ীতে সোলার বিদ্যুৎ স্থাপনসহ নতুন পানি ও বিদ্যুৎ সংযোগের পক্রিয়া প্রায় সস্পন্ন করেন। এছাড়া সরকারি ভাবে গৃহহীনদের ঘর তৈরিসহ বিভিন্ন পরিবারের মাঝে প্রায় ২০ বান ঢেউটিন প্রদান করেন। নতুন ১৬৭ বয়স্ক ভাতা, ৩৭ বিধবা বাতা, ৪৭ প্রতিবন্ধী ভাতা ও ৮৬ জনকে দুগ্ধভাতা প্রধান করেন।
সর্বশেষ তিনি করোনা ভাইরাস মহামারিতে দলমত নির্বিশেষে প্রায় ২৬শ পরিবারের মাঝে ত্রাণ প্রদান করেছেন বলে দাবি করেন। আগামি দিনে সবার কাছে আবারো তার যোগ্যতার মূলায়ন চেয়ে দোয়া কামনা করেন।
উক্ত সংবাদ সম্লেলনে হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ ৩নং ওয়ার্ডের বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৪ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur