চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক ও টিভি আলোচক মাওলানা মো: আনোয়ারুল করিমের পিতা আ: ইয়াসিন শেখ শনিবার (১৩ জানুয়ারি) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
মরহুম ইয়াসিন মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন থেকে বাধর্ক্য জনিত রোগে ভোগছিলেন। গতকাল বাদ এশা জানাজা নামাজ শেষে তার চাঁদপুর শহরস্থ মধ্য ইচলীর গ্রামের বাড়ীতে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও: আ: রহিম পাটোয়ারী, সেক্রেটারী মাও: বিল্লাল হোসেন মিয়াজী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, শহর আমীর অধ্যাপক মো: শাহ আলম, সেক্রেটারী মো: সাইফুল আলম। এক শোক বার্তায় নেতৃবৃন্দ শোকাগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মরহুমের জানাজা নামাজে ইমামতি করেন তার বড় ছেলে এস এম আনোয়ারুল করিম।
বক্তব্য রাখেন মুফতি মাওলানা সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, দৈনিক ইলশেপাড়ের সম্পাদক মাহবুবুর রহমান সুমন, যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুল।
পেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur