চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আমজাদ হোসেন। তিনি ১ আগস্ট রোববার এই পদে যোগদান করেন।
পদোন্নতিজনিত বদলীর কারণে এসিল্যান্ড উন্মে হাবীবা মিরার শূন্য পদে তিনি যোগদান করেন।
উল্লেখ্য, উন্মে হাবীব মিরা সদ্য ঘোষিত কুমিল্লা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী হন।
আমজাদ হোসেন বিগত ১৩ জুলাই চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে ৮ জুলাই তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করেন।
২৯ জুন তাঁকে শাহরাস্তির উপজেলায় এসিল্যান্ড হিসাবে বদলির আদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
উল্লেখ্য, আমজাদ হোসেন কুমিল্লা জেলার লালমাই উপজেলার কৃতি সন্তান। তিনি প্রথমবারের মত ৩৬তম বিসিএস-এ অংশগ্রহণ করে প্রশাসন ক্যাডারে জাতীয়ভাবে মেধাতালিকায় ৫২তম হয়ে নিয়োগপ্রাপ্ত হন।
প্রতিবেদক:জামাল হোসেন, ৮ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur