Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অর্থ ও সেলাই মেশিন বিতরণ
বঙ্গমাতার

শাহরাস্তিতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অর্থ ও সেলাই মেশিন বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অসহায় নারীদের মাঝে অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গণ ভবন থে‌কে ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জীবন ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান এবং সারাদেশে ২ হাজার অস্বচ্ছল/অসহায় নারীকে ২ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ প্রদানের শুভ উদ্বোধন ক‌রেন গণপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

উক্ত অনুষ্ঠান বি‌টি‌ভি এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে উপভোগ করা হ‌য়ে‌ছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে জেলা প্রশাসক, চাঁদপুর অঞ্জনা খান মজলিশ স্যারের মাধ্যমে প্রাপ্ত, শাহরাস্তি উপজেলার ৭জন অস্বচ্ছল/অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ।

এ লক্ষ্যে ৮ আগস্ট রোববার শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি: শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম,বীর উত্তম উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) মোঃ আমজাদ হোসেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, উপজেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্ত আব্দুল আউয়ালসহ সরকা‌রি বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপকার‌ভোগীবৃন্দ।

প্রতিবেদক:মো.জামাল হোসেন