বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের কচুয়ায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি শনিবার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় কলেজে পূজা মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও হাতেখড়ি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি, আলোকসজ্জা ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সেক্রেটারী প্রিয়তোষ পোদ্দার,উপজেলা পূজা উযদাপন পরিষদের সভাপতি ফণী ভূষন মজুমদার,সাবেক সভাপতি সনতোষ চন্দ্র সেন,উত্তম কুমার দেবনাথ,অনিমেশ সূত্রধর,দুলাল রায়,সুব্রত সাহা,শ্যামল অধিকারী,শিক্ষার্থী ছোটন সরকার,সবুজ দাস,অন্তর সাহা,সজীব ত্রিপুরা,সাগর চন্দ্র রায় প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ ফেব্রুয়ারি ২০২২