চাঁদপুরের কচুয়ায় পুকুর মালিকের ‘স্বেচ্ছাচারিতা ও অবহেলায়’ বিদ্যালয়ের টিনশেড ভবন ভেঙ্গে পানিতে পড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার বাইছারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আতংকে ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
আহতদের মধ্যে নাজমা আক্তার, আছিয়া আক্তার, স্বপ্না আক্তার, শারমিন আক্তার, আশিক ও ছেফায়েত উল্লাহকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে কচুয়া উপজেলার বাইছারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বাইছারা উচ্চ বিদ্যালয়ের পূর্ব-উত্তর পাশে টিনশেড ভবনে সপ্তম শ্রেণির ক্লাশ চলাকালিন অবস্থায় উত্তরাংশের বেশ কিছু অংশ ভেঙ্গে পানিতে তলিয়ে যায়। পরে তাৎক্ষণিক শিক্ষার্থীরা প্রাণভয়ে এদিক সেদিক ছুটাছুটি করে আহত হয়।
বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে চাঁদপুর টাইমসকে জানান, ‘ সপ্তম শ্রেণির ক্লাশ ওই স্থান থেকে অন্যত্র নেয়া হয়েছে। পুকুর মালিক জাকির পাটোয়ারীকে পানি কমিয়ে পাড় (সীমানা) নির্ধারণের জন্য কয়েকবার বলা হলেও তিনি কোন উদ্যেগ গ্রহণ করেননি।’
ইউপি সদস্য মো. আব্দুল বারেক প্রধান চাঁদপুর টাইমসকে জানান, ‘খবর পেয়ে আমি বিদ্যালয়ে গিয়ে খোঁজ খবর নিয়েছি। যতদূর জানি প্রায় দু’বছর পূর্বে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সেকায়েফের যৌথ ব্যবস্থাপনায় প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে।’
এ ব্যাপারে অভিযুক্ত পুকুর মালিক জাকির হোসেন পাটোয়ারী মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, ‘ আমি বর্তমানে ঢাকায় রয়েছি। আমার মাছ চাষের কারণে বিদ্যালয়ের কক্ষ পুকুরে ধ্বসে পড়ার বিষয়টি কেউ জানায়নি।’
তবে বিদ্যালয় কর্তৃপক্ষের সম্প্রতি ড্রেজারে মাটি কাটার কারণে এ ঘটনা হতে পারে বলে তিনি জানান।
: আপডেট, বাংলাদেশ সময় ৭:২০ পিএম, ২৬ অক্টোবর ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur