সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,‘সরকার ৩ মেয়াদে দেশে ছোট বড় ১ হাজার ১ শ ৩১ টি সেতু নির্মাণ করেছে।
তিনি বৃহস্পতিবার ২৬ অক্টোবর সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহমেদের টেবিলে উত্থাপিত লিখিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি জানান, নির্মিত সেতুগুলির মধ্যে ২০টি সেতু ৫শ মিটারের বেশি এবং ১শ ৬৫টি সেতু ১শ থেকে ৫শ মিটার দৈর্ঘের মধ্যে নির্মিত হয়েছে। চলতি অর্থবছরে আরও ২০টি সেতু নির্মাণের কাজ চলছে।
চাঁদপুর টাইমস
অক্টোবর ২৬,২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur