Home / সারাদেশ / চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার মাঠে
sp

চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার মাঠে

মহামারি করোনা ভাইরাস (কোভিড ১৯) এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো.মিলন মাহমুদ বিপিএম (বার) মহোদয় সদর থানা এলাকা ও গুরুত্বপূর্ণ চেকপোস্টসমূহ পরিদর্শন করেন।

তিনি ২৭ জুলাই সকালেই মাঠের নানাস্থান পরিদর্শনে বের হন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সর্বোচ্চ পেশাদারিত্ব ও তৎপরতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্ট থানার মোবাইল টিমসমূহ ও ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রেসের মাধ্যমে করোনার এ ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুরের সম্মানিত নাগরিকগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা,সামাজিক দূরত্ব বজায় রাখা, অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকা এবং সরকার নির্দেশিত বিধিনিষেধসমূহ যথাযথভাবে অনুসরন করার আহবান জানান।

এসময় সদর কেন্দ্রিক চেকপোস্ট সমূহে অবস্থান করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন এবং করোনা ভাইরাসের বিষয়ে সকলকে সচেতন করেন। সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলুন, পুলিশকে সহায়তা করুন।

আবদুল গনি, ২৭ জুলাই ২০২১