চাঁদপুরের ফরিদগঞ্জে নানান আয়োজনের মাধ্যমে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ পালিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালী শেষে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলার স্টোল পরিদর্শন শেষে উপজেলার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলএর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাস্ট্রে পরিনত হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহমুদুল হাসান, থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মেদ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা আজিজুর নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ, একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা রুমা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, মোঃ শরীফ হোসেন খান, মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা জি এম হাসান তাবাচ্ছুম, উপজেলাযুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ বিল্লাল পাটওয়ারী, পৌর সভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য আয়তুল্লা মাসুদ, পারভেজ আহমেদ, সোহেল রানা, ছাত্তার পাটওয়ারী, পুতুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান,১৭ সেপ্টেম্বর ২০২৩