Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে ইউপি চেয়ারম্যানদের কাছে ‘চাঁদা’ দাবি
chada-dhabi-mobile
প্রতীকী ছবি

‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে ইউপি চেয়ারম্যানদের কাছে ‘চাঁদা’ দাবি

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকসহ ক’জন চেয়ারম্যানে কাছে বিশেষ বরাদ্দের কথা বলে ‘সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা’ পরিচয়ে মোবাইলে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।

বিভিন্ন মোবাইল নাম্বার থেকে একটি সংঘবদ্ধ চক্র এ কাজ করছে। এ নিয়ে চরমভাবে বিব্রত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

গত ৫ সেপ্টেম্বর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের নামে বিশেষ বরাদ্দের কথা বলে টন প্রতি ১ হাজার টাকা করে চাওয়া হয় । বুধবার (৭ সেপ্টেম্বর) চাঁদপুরের এডিসি জেনারেল এবং সদর ইউএনও’র নাম করে মোবাইলে টাকা চায়।

যেসব নাম্বার থেকে মৈশাদী ইউপি চেয়ারম্যানের নিকট মোবাইল করা হয়েছে সেগুলো হলো- ০১৭১৮৫৯৯০৪৮,০১৭১৫০০৭২৬৬,০১৭৮২৫৪৮৯০।

এ ব্যাপারে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক জানান, ‘গত দুদিন যাবত বিভিন্ন সরকারি উচ্চ পর্যায়ের কমকর্তাদের নাম বলে চাঁদা চাওয়া হচ্ছে । পরে খোঁজ নিয়ে জানতে পারি এসব মোবাইল খবর সঠিক নয় । বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কমকর্তা এবং চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদীকে জানানো হয়েছে। এ সংঘবদ্ধ চক্রকে বের করতে চাঁদপুর মডেল থানা ও পুলিশের গোয়েন্দা সংস্থার তদন্ত করা একান্ত প্রয়োজন।’

এদিকে জানা গেছে, চাঁদপুর সদরের বেশক’টি ইউপি চেয়ারম্যানকে একইভাবে মোবাইল করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে ।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply