Home / চাঁদপুর / ‘ভিশন ২০২১’ সফলের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ভূমিকা রয়েছে
ভিশন ২০২১ সফলের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ভূমিকা রয়েছে

‘ভিশন ২০২১’ সফলের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ভূমিকা রয়েছে

‘বর্তমান সরকার দেশের উন্নয়নের বেশ কিছু কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে। এ কর্মপরিকল্পনার মধ্যে তথ্য-প্রযুক্তি একটি অন্যতম খ্যাত। সরকারের ভিশন ২০২১ সফল করার জন্য তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। ’

বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রোববার (১৪ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ভূমি সেবা বিষয়ক উদ্ভাবনী পাইলট উদ্যোগ’ পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে সরকারি কর্মকর্তাদের অনেক বড় ূভমিকা রয়েছে। আমরা যারা সরকারের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছি তারা প্রত্যেকে নিজেদের দায়িত্বগুলো শতভাগ পালন করলেই সরকারের সকল কর্মপরিকল্পনা সফল হবে বলে তিনি তাঁর মতামত দেন।

মো. মাহফুজুর রহমান আরো বলেন, “চাঁদপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি দপ্তরগুলোতে কাজের অনেক পরিবর্তন এসেছে। জনগণের সেবা সহজভাবে করতে জেলা প্রশাসকের চমৎকার কিছু উদ্যোগে ভালো লেগেছে। আগামি এক মাসের মধ্যে এ জেলার সকল ভূমি অফিসে ল্যাপটপ ও কম্পিউটার দেয়া হবে। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখব। ”

সভায় অন্যান্যে মাধ্যে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. আবুয়াল হোসেন, চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম: আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ১৪ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply