Home / কৃষি ও গবাদি / সৌদিতে ২০ হাজার নারী শ্রমিক পাঠাবে সরকার

সৌদিতে ২০ হাজার নারী শ্রমিক পাঠাবে সরকার

‎Thursday, ‎14 ‎May, ‎2015  07:52:39 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

রমজান মাসের আগেই ন্যূনতম ৮০০ রিয়াল মজুরিতে সৌদি আরবে ২০ হাজার নারী শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তার কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. আহমেদ আলফাহিদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে।

মোশাররফ হোসেন বলেন, ‘সৌদি আরবের ৫০ হাজার নারী শ্রমিকের চাহিদা ছিল। তবে চূড়ান্তভাবে আগামী রমজান মাসের আগেই ২০ হাজার নারী শ্রমিককে সৌদি পাঠাবে বাংলাদেশ। আর এ ব্যপারে ভিসা জটিলতা হবে না। কারণ সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে, এ ব্যাপারে তাদের সব ধরনের প্রস্তুতি আছে।’

এ জন্য ১০০টি রিক্রুটিং এজেন্সিকে সারাদেশ থেকে ২০০ জন করে নারী শ্রমিক সংগ্রহ করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘শ্রমিকদের সম্পূর্ণ বিনা খরচে পাঠানো হবে। শ্রমিকদের জন্য ৮০০ রিয়াল বেতন ধরা হয়েছে, এর পর যত বাড়ানো যায়।’

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫