মাদারীপুরের কালকিনিতে প্রাথমিক শিক্ষা সমাপনীর এক পরীক্ষার্থী ও তার খালাকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালীদের আশ্রয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে অভিযুক্তরা।
এদিকে, ঘটনার চার দিন পেরিয়ে গেলেও মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। তবে, এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো কর্মকর্তা।
গত ২০ নভেম্বর রাতে খালার সঙ্গে ঘুমিয়ে ছিল মাদারীপুরের কালকিনির পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী।
স্বজনদের অভিযোগ, এ সময় বেড়া কেটে ঘরের ভেতর ঢোকে স্থানীয় আতাউর ও তার পাঁচসহযোগী। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ওই শিক্ষার্থী ও তার খালাকে জোর করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে তারা। এতে অসুস্থ হয়ে পড়লে তাদের ফেলে রেখে পালিয়ে যায় বখাটেরা।
পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।
নির্যাতিতাদের স্বজনদের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় মামলা নিচ্ছে না পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ।
অন্যদিকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে শারীরিক পরীক্ষার পর নির্যাতিতাদের হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আতাউর ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
নিউজ ডেস্ক ।। আপডেট :১২:১৯ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur