Home / সারাদেশ / কমান্ডারের স্বীকারোক্তি : আইএসকে অর্থ দিচ্ছে মার্কিন

কমান্ডারের স্বীকারোক্তি : আইএসকে অর্থ দিচ্ছে মার্কিন

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে আটক আইসিস’এর এক কমান্ডার স্বীকার করেছেন, আমেরিকার মাধ্যমে তাদেরকে অর্থের যোগান দেয়া হচ্ছে। ইউসুফ আস-সালাফি নামের এ কমান্ডারকে গত বছরের ডিসেম্বর মাসে আটক করা হয় বলে পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

তদন্তে নিয়োজিত ব্যক্তিদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ খবরে আরো বলা হয়েছে, আইসিস পাকিস্তানে পরিচালনা করা এবং তরুণদেরকে এ গোষ্ঠীর প্রতি আকৃষ্ট করে তাদেরকে যুদ্ধের জন্য সিরিয়ায় পাঠানোর জন্য আমেরিকার মাধ্যমে অর্থ পাচ্ছেন বলে স্বীকার করেছেন ইউসুফ আস-সালাফি।

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় প্রতি ব্যক্তিকে পাঠানোর বিনিময়ে ৬০০ ডলার করে দেয়া হয় বলেও স্বীকার করেন আস-সালাফি। পাকিস্তানি বংশোদ্ভূত সিরিয়ার নাগরিক আস-সালাফি পাঁচ মাস আগে তুরস্ক হয়ে পাকিস্তানে ঢোকেন। এর আগে সিরিয়া থেকে তুরস্কে ঢুকে ধরা পড়েছিলেন আস-সালাফি। পরে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং আইসিস প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে পাকিস্তানে ঢোকেন।

একটি সূত্র বলেছে, ওয়াশিংটন প্রকাশ্য আইসিস’এর বিরোধিতা করলেও আমেরিকা থেকে তহবিল যোগানোর বিষয়টি বন্ধ করতে ব্যর্থ হয়েছে মার্কিন কর্তৃপক্ষ। চলতি মাসের গোড়ার দিকে পাকিস্তান সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে আইসিসকে আমেরিকা থেকে তহবিল যোগানোর বিষয়টি জানানো হয়। এ ছাড়া, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল লয়েড অস্ট্রিনকেও বিষয়টি জানানো হয়েছে।

নিউজ ডেস্ক  ।। আপডেট :১১:৫৯ এএম, ০৩ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

ডিএইচ