দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাওসারের বাবা মোঃ আবু তাহের বুধবার রাতে মৃত্যু বরণ করেছেন। তিনি বাংলদেশ নৌ বাহিনীতে কর্মকাল শেষে অবসরে ছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে পরিবার-পরিজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমকে আবু তাহেরকে আজ বৃহস্পতিবার বাদ আছর তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পালিশারা গ্রামের মারওয়ান বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় এলাকার স্থানীয় মানুষ ও আত্মীয়-স্বজন অংশ নেন।
এর পূর্বে ঢাকায় কোনাপাড়ায় নুরানী মসজিদে সকাল সাড়ে সাতটায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তিনি কোনাপাড়া এলাকায় স্তায়ীভাবে বসবাস করতেন।
সাংবাদিক আবু কাওসারের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশসহ ফোরামের সদস্যবৃন্দ।
এছাড়া ক্রাইম রিপো্টার্স এসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, ২ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur