করোনাভাইরাসে আক্রান্ত নায়িকা পপি এখন পুরোপুরি সুস্থ। কিন্তু আতঙ্ক কাটেনি তাঁর। চেনা একজন চিকিৎসকের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তারপরও তিনি মারা গেছেন। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন পপি। সুস্থ হলেও বের হচ্ছেন না বাসা থেকে। ঢাকায় ফেরার কথা থাকলেও আপাতত ইচ্ছা নেই বলে জানান এই ঢালিউড তারকা। শিগগিরই নতুন কাজের খবর জানাবেন পপি। অপেক্ষা করছেন জুতসই পাত্রের জন্য। পাত্র পেলে শিগগিরই বিয়েও করে ফেলবেন এই ঢালিউড তারকা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খুলনা থেকে ঢাকায় আসছেন না এই তারকা।
২৫ আগস্ট মঙ্গলবার খুলনা থেকে নায়িকা পপি জানান, ফোনেই ঢাকার সবার খবরাখবর নিচ্ছেন। তাঁর পরিচিত অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই আপাতত ঢাকায় আসতে চান না তিনি। কিছুদিন আগে গুজব রটেছিল, পপি বিয়ে করেছেন। ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছিলেন তিনি। সত্যিই কবে বিয়ে করতে চান, এমন প্রশ্নে পপি বলেন, ‘বিয়ে নিয়ে ভাবতে গেলে ভয় লাগে। বিয়ে না করেও এতবার আমাকে বিয়ে দেওয়া হয়েছে, এসব শুনে খুবই বিরক্ত আমি। তা ছাড়া পরিচিত অনেককেই দেখেছি বিয়ের কিছুদিন পরই ডিভোর্স হয়ে গেছে। তাই সাহস পাই না।’
পপির সমসাময়িক নায়িকাদের সবাই বিবাহিত, স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন। তাঁদের কেউ কেউ আবার গোপনে বিয়ে করেছেন। পপির ক্ষেত্রেও কি সে রকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে? পপি বলেন, ‘বিয়ে করা কোনো অপরাধ নয়, বিয়ে করা কোনো পাপ নয়। নতুন একটা জীবন শুরু করা। অনেককেই দেখেছি, এই শুভ কাজ গোপনে করছেন, মনে হয় তাঁরা যেন পাপ করছেন। এই শুরুটা গোপনে বা লুকিয়ে করার কোনো মানে হয় না। আমি বিয়ে করলে ঢাকঢোল পিটিয়েই করব। তবে সবার কাছে অনুরোধ, বিয়ের আগে আমাকে বিয়ে দেবেন না ।’
বিয়ের জন্য এত সময় নিচ্ছেন কেন, জানতে চাইলে পপি বলেন, ‘প্রেমে ছ্যাঁকা খেয়েছি তেমনটা ভাববেন না। আমি কিছু মানুষকে বিশ্বাস করেছিলাম। তাঁরা সবাই বিশ্বাসের অমর্যাদা করেছে। একই মানুষ ১৪ জনকে একই টেক্সট পাঠায়! কত বড় বিশ্বাসঘাতক, বলে বোঝাতে পারব না। জীবন শুরু করার জন্য জীবনসঙ্গীর প্রতি বিশ্বাস, আস্থা, কমিটমেন্ট লাগে। আমার সঙ্গে যাঁর জোড় লেখা আছে, তাঁকে পেলেই বিয়ে হবে, নয়তো হবে না।’
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পপির হাতে এ মুহূর্তে তেমন কাজ নেই। সেটা স্বীকার করে তিনি বলেন, ‘আসলে আমার প্রতি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের একটা দাবি আছে। আমার নিজেরও কিছু চাওয়া আছে। তাই যেকোনো কাজ চাইলেও করতে পারি না, করিও না।’ তবে শিগগিরই নতুন কাজের খবর নিয়ে হাজির হচ্ছেন এই তারকা। সে পর্যন্ত অপেক্ষায় থাকতে বলেছেন ভক্তদের।
বার্তা কক্ষ, ২৬ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur