Home / চাঁদপুর / ‘সন্তানকে আদর্শিক বিকশিত করতে মায়েরা অনেক শ্রম দিয়ে থাকেন’
সন্তানকে আদর্শিক বিকশিত করতে মায়েরা অনেক শ্রম দিয়ে থাকেন

‘সন্তানকে আদর্শিক বিকশিত করতে মায়েরা অনেক শ্রম দিয়ে থাকেন’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর শিক্ষার মান উন্নতকরণকল্পে অভিভাবকদের নিয়ে এই মা সমাবেশ করে থাকেন, তার জন্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সমাবেশে শুধু মা ও শিশুদের ভবিষৎ নিয়ে কথা হবে। আমরা জানি একটি সন্তানকে ছোট থেকে বড় করে তুলতে মায়েদের ভূমিকা কতটুকু। একটি সন্তানকে আদর্শিক বিকশিত করতে মায়েরা অনেক শ্রম দিয়ে থাকেন। সন্তান যত বড়ই হোক না কেনো মায়ের কাছে সে সবসময় শিশুর মতই থাকে। সে যখন বড় হয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠে তখন তার দক্ষতার জন্য তাকে মূল্যায়ন করি। কিন্তু একজন মা হিসেবে তার কাছে সে শিশুই থাকে। শিশুদের মানসিকভাবে জোর না করে বরং তাদের উৎসাহিত করুন।

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আবুল বাশারের সভাপতিত্বে ও ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আর শাফির পরিচালনায় মা সমাবেশে উপস্থিত ছিলেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফি উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শামছুল হক মন্টু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, স্বর্ণপদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৫:০৫ পিএম, ০২ জানুয়ারি ২০১৬, শনিবার

এমআরআর