Home / আন্তর্জাতিক / প্রবাস / সদ্য পাওয়া : দুবাইতে ৬০ তলা আবাসিক হোটেলে আগুন(ভিডিওসহ)
সদ্য পাওয়া : দুবাইতে ৬০ তলা আবাসিক হোটেলে আগুন(ভিডিওসহ)

সদ্য পাওয়া : দুবাইতে ৬০ তলা আবাসিক হোটেলে আগুন(ভিডিওসহ)

ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে নতুন ইংরেজি বর্ষকে বরণ করে নিলো দুবাই। বর্ষবরণের আতশবাজি সূত্রে দুবাইতে  ৬০ তলা আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি সরসরি অগ্নিকাণ্ডের ভিডিওটি সম্প্রচার করে জানিয়েছে বিশাল অগ্নিকাণ্ডটি দেখে মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা আকাশচুম্বী অগ্নিকাণ্ড এটি। দুবাই বুর্জ খলিফার পাশে একটি বহুতল হোটেল এটি।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ১ হাজার ফুট বিল্ডিং থেকে ভস্মিভূত হয়ে বিভিন্ন জিনিস নিচে পড়ছে।

দুবাই দমকল বাহিনীর মহাপরিচালক রশীদ থানি আল সাতরোসি জানিয়েছেন, আগুনে শুধু হোটেলের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহত নেই। হোটেলের সবাইকে নিরাপদে বের করা গেছে। তবে আগুন ও প্রচণ্ড ধোঁয়ার মধ্যে উদ্ধারকাজ চালানোর সময় একজনের হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানা যায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বুর্জ আল খলিফার কাছকাছি ওই অ্যাড্রেস হোটেল ডাউনটাউনে হঠাৎ করেই আগুন লাগে।

তবে ঠিক কী কারণে আগুন লাগলো সে ব্যাপারে এখনো কেউ পরিষ্কার করে কিছু বলতে পারছে না।

কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।  বিবিসির দাবি নববর্ষের আগের আতশবাজি প্রদর্শনের কারণে এ আগুনের সূত্রপাত
উৎসুক জনতার ভিড় সরিয়ে ফেলতে বলা হয়েছে এবং আগুন আশে পাশের বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ার সম্ভবান কম বলে জানানো হয়েছে।

দুবাই সরকারের একটি সূত্র জানিয়েছে ২০ তলা থেকে আগুন শুরু হয়েছে।

একটি পর্যটন বিবিসিকে জানান, “হঠাৎ সবাইখলিফা টাওয়ার এবং হোটেল মধ্যে আসা কালো ধোঁয়া দেখতে পায়।  এই বিশাল কালো ধোয়ার মাঝে আগুন দেখেছি।’

video…

নিউজ ডেস্ক : আপডেট- ১২:৫৫ এম ০১ জানুয়ারী, ২০১৫, শুক্রবার।