Home / আবহাওয়া / চাঁদপুরসহ উপকূলীয় এলাকায় ৩ নং সতর্ক সংকেত

চাঁদপুরসহ উপকূলীয় এলাকায় ৩ নং সতর্ক সংকেত

নদী তীরবর্তী অঞ্চল ও চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদফতর রোববার (২১ আগস্ট) সকালে  ভারি বর্ষণের সতর্কবাণীতে জানিয়েছে, বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে রোববার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে,সুস্পষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে।

উত্তর বঙ্গোপসাগর,বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে মেঘনার উত্তাল ঢেউয়ে চাঁদপুর বড়স্টেশন মোলহেডের (ঠোডা) নদীবেষ্টিত ৩ দিনে ভাঙন দেখা দিয়েছে।

চাঁদপুর টাইমস এডিটর ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ পিএম, ২১ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply