পুলিশের দুই অতিরিক্ত আইজিপিকে সচিব পদ মর্যাদায় গ্রেড-১ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।
বুধবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখা থেকে জারি করা উপ-সচিব মো. আলমগীর কবিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৩১ অক্টোবর জননিরাপত্তা বিভাগের এক স্মারকে জানানো যাচ্ছে যে, সুপিরিয়ন সিলেকশন বোর্ডের ২০২৩ সালের ২২ জানুয়ারি তারিখের সভার (২০২৩ সালের প্রথম) নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৪ জানুয়ারি সময় অনুমোদন করেছেন।
সুপারিশের সিদ্ধান্ত অনুযায়ী, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-১ পদে এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিতে সুপারিশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) ও বিশেষ শাখা পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১ পদে পদোন্নতি করা হলো।
মো. কামরুল আহসান ১৯৬৬ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯১ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন।
মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়িত হন। এরপর চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এএসপি, এএসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩১ আগস্ট তিনি চলতি দায়িত্ব পান। এর আগে তিনি অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান ছিলেন। ২০২০ সালের ৩ মে তিনি পুলিশের এই সংস্থার প্রধানের দায়িত্ব পান। সেসময় কামরুল আহসানের নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম আরও গতিশীল হয়।
এছাড়া শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোরের পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (সংস্থাপন) ও অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পুলিশ কর্মকর্তা মো. কামরুল আহসান জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ‘পুলিশ অ্যাডভাইজার’ হিসেবে সিয়েরালিওন ও সুদানে দায়িত্ব পালন করেন।
সুদান মিশনের কনটিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন তিনি। পাশাপাশি মিশনগুলোতে দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ ‘জাতিসংঘ শান্তিরক্ষা পদক’ লাভ করেন।
এদিকে ২০২১ সালের ১৪ মার্চ এসবি প্রধানের দায়িত্ব পান মো. মনিরুল ইসলাম। সেসময় তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম বিভাগের (সিটিটিসি) প্রধান ছিলেন। এরপর গত বছরের জানুয়ারিতে তিনি অতিরিক্তি আইজিপি হিসেবে পদোন্নতি পান।
মনিরুল ইসলাম পুলিশের ১৫তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০০৯ সালে উপ-কমিশনার (গোয়েন্দা, দক্ষিণ) হিসেবে ডিএমপিতে যোগ দেন। এরপর যুগ্ম-কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপিতে চাকরি করেন। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গঠনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ৮ জানুয়ারি তিনি দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব পান।
বার্তা কক্ষ, ২৫ জানুয়ারি ২০২৩