‘ভালোবাসাই শক্তির উৎস ’এ শ্লোগান মিঠুন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সোমবার (১৯ সেপ্টেম্বর ) দুপুর ১ টায় চাঁদপুর পুলিশ সুপার কনফারেন্স রুমে ‘মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়ি ’ স্টিকারের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘মিঠুন ফ্রেন্ডস এসোসিয়েশন মাদকবিরোধী ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ প্রতিরোধে গণসচেতনতায় প্রশংসনীয় যে উদ্যোগ নিয়েছে তা’ সত্যিই যুগোপযোগী কাজ। দেশপ্রেম নিয়ে এ সংগঠনের ন্যায় সব সংগঠনকেই মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসা প্রয়োজন। এ জন্য সংগঠনের সবাইকে তিনি ধন্যবাদ জানান।’’
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শহীদুল্লাহ মাস্টার, কবি ও গীতিকার মোখলেছুর রহমান মুকুল, এড.জহিরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, বাবুরহাট হাই স্কুলের গভর্ণিং বডির সদস্য আনোয়ার হোসেন খান।
: আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
এজি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur