Home / চাঁদপুর / ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা
সরকারি

ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা

ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সকলের নাম ঘোষনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।

পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন। তিনি তার বক্তব্যে বলেন, 

বিদ্যালয়ের মান যত বৃদ্ধি পাবে ততই সুনাম বয়ে আনবে। বিদ্যালয়ের মান অক্ষুন্ন রাখতে হবে। শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সেবার উদ্দেশ্যে মানুষের পাশে দাঁড়াতে পারি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজী এমরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটির সদস্য নাজমুল আহসান, হারুনুর রশিদ মোল্লা, মফিজুল ইসলাম আখন্দ, আনোয়ার হোসেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ বিশিষ্ট্য কমিটির অনুমোদন দেন 

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম দেওয়ান। আর এই পত্রে সুপারিশ করে স্বাক্ষর করেন উপজেলা শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল। নব-নির্বাচিত কমিটির সভাপতি হলেনঃ চাঁদপুর পৌরসভার কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী। কমিটির অন্যান্যরা হলেনঃ বিদ্যুৎসাহী মহিলা সহ-সভাপতি মর্মিতা রহমান ইতু, অভিভাবক সদস্য শেখ মোহাম্মদ নাজমুল আহসান, মফিজুল ইসলাম আখন্দ, আশ্রাফুন্নেছা, 

মোসাঃ জান্নাতুল মাওয়া, বিদ্যোৎসাহী পুরুষ মোঃ আসাদ উল্লাহ, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, জমিদাতা হারুন অর রশিদ, শিক্ষক প্রতিনিধি নাজনীন আক্তার ও সদস্য সচিব 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল।

ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা শেষে সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,২৮ জানুয়ারি ২০২৪