নভেম্বর মাসে চাঁদপুর সদরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার অর্জন করেছেন মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন।
২৮ ডিসেম্বর সোমবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস্ দরবার হলে নভেম্বর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিস্পত্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সংকটে জনসচেতনতা সৃষ্টির জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) এর হাত থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, যে কোন কাজের ধারাবাহিকতা এবং টার্গেট রেখে এগিয়ে যেতে হয়। তাহলে কাজের সফলতা আসে। টার্গেট না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সকলে যার যার অবস্থান থেকে এগিয়ে যেতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।
স্টাফ করেসপন্ডেট,২৯ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur