Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয়
বিনামূল্যে চিকিৎসা সেবা, বিনামূল্যে চিকিৎসা সেবা

কচুয়ায় অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয়

কচুয়া উপজেলার পালাখালে সামাজিক সংগঠন লাল সম্পর্ক রক্তদান সংগঠনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

২৯ ডিসেম্বর মঙ্গলবার দিনভর পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কচুয়া মর্ডাণ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এলাকার প্রায় ৩ শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে এসব চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রকিবুল ইসলাম,ডা: এআরএম আসিফ ইকবাল,ডা: শহীদ উদ্দিন( হোমিও), বিভিন্ন রোগীদের পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় দৈনিক যুগান্তরের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নু,কচুয়া মর্ডাণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার দেলোয়ার হোসেন,মার্কেটিং অফিসার মো: নুরে আলম প্রধান, সংগঠনের উদ্যোক্তা অজিত সাহা,রিজন পাটওয়ারী,রাজীব চৌধুরী,ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন,শামীম আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট,২৯ ডিসেম্বর ২০২০