Home / চাঁদপুর / চাঁদপুর সদরে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ
চাঁদপুর সদরে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

চাঁদপুর সদরে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোরব ) সকাল ১১টায় উপজেলা পর্যায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা পরিষদের মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো.সফিকুজ্জামান।

তিনি বলেন বলেন সমাজকে প্রতিষ্ঠিত করতে শিক্ষকদের অতুলনীয় ভূমিকা রয়েছে। শিক্ষকরা জাতির একটি গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে। তাই শিক্ষকদের সম্মান অতুলনীয়। দেশের কল্যাণে শিক্ষকরা ব্যাপক হারে কাজ করে যাচ্ছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই শিক্ষার্থীদের সামাজিক কাজে সকলকে সহযোগিতা করতে হবে। সমাজের জন্য ভাল কিছু করা আমাদের সকলের দায়িত্ব।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হকের পরিচালানায় বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.সুশীল কুমার নাহা, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাঁদপুর সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) মান্দারী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মো. নেছার আহমেদ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন বাগাদী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক পীরজাদা মাও. মো. মাহফুজ উল্যাহ খান ইউসুফী।

প্রতিবেদক : আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ০৮ : ৩০ পিএম, ১৭ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
এইউ

Leave a Reply