হাজীগঞ্জে ট্রলি উল্টে নির্মাণ শ্রমিক প্রাণ হারিয়েছেন। ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে উপজেলার বাকিলা ইউনিয়নের ছয়ছিলা এলাকায়।
নিহত শ্রমিক উপজেলার হাটিলা টঙ্গিরপাড় এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আবুল হাসেম (৬০)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, হাটিলা এলাকার একটি নির্মাণ কাজে যান বাকিলা ইউনিয়নের ছয়ছিলা-কাপাইকাপ সড়কের মিজিবাড়িতে।
সেখান থেকে কাজ শেষে ছোট ট্রাকে করে ফেরার পথে ট্রাকের মধ্যে থাকা ট্রলি উল্টে চাপা পড়েন শ্রমিক আবুল হাসেম। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছয়ছিলা এলাকার ইউপি সদস্য মানিক মিয়াজী ট্রলি উল্টে ঢালাই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে প্রথমে থানায় আনা হয়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাজীগঞ্জ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur