ড্রাইভাররা তখনই বেপরোয়া হয়ে দুর্ঘটনা ঘটান যখন আট ঘণ্টার বেশি ড্রাইভিং করেন। তারা অতিরিক্ত সময় কাজ করে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তাই শ্রমিকদের কাজের সময় ৮ ঘণ্টা বেঁধে দিতে মালিকদের প্রতি আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে শ্রমিকের বেতন বাড়ে, সুযোগ-সুবিধা বাড়ে। বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকের পেটে লাথি পড়ে, শ্রমিকের রক্ত ঝরে, কলকারখানা বন্ধ হয়ে যায়। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আরেকটি হাওয়া ভবনের স্বপ্ন দেখছে।
এসময় বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচনে না এসে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে শ্রমিকরাই এর জবাব দেবে।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ সভার সভাপতিত্ব করেন। সভাশেষে বঙ্গবন্ধু এভিনিউ থেকে র্যালি বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
নিউজ ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur