জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু প্রকৃতি পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট বোরবার হাইমচরে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোইয়াহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালী জাতি আদর্শ। যার জম্ম না হলে আমরা বিশ্বের মাঝে মাথা উচু করে দাড়াতে পারতাম না। যারা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা করছে তারা যাতে বাংলাদেশের মাটিতে ঠাই দেওয়া যাবে না।’
এসময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা,উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার মজুমদার, হাইমচর প্রেসক্লাবে সভাপতি মো. খুরশিদ আলম প্রমুখ।
প্রতিবেদক: মো.ইসমাইল