Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে আ. লীগের শোক দিবস পালিত
শোক,দ

হাইমচরে আ. লীগের শোক দিবস পালিত

চাঁদপুরের হাইমচর আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আদর্শ মহানপুরুষ। যার আদর্শের আদর্শিত হল বাঙ্গালী জাতি। আর এ আদর্শকে যারা অনুসরণ করেছে তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরো বলেন, ‘সকল দ্বন্দ্ব ভুলে নিবেদিত ত্যাগী কর্মীরাই দলের সকল কর্মসূচিতে অংশ নেয়, সকলকে মতবেদ ভুলে ডা.দীপু মনি এমপি’র পক্ষে কাজ করার আহবান জানান।’

১৫ আগস্ট জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজন আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খানের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান চৌকিদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি আহমেদ দেওয়ান, বাচ্চু মিয়া খান।

জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোক র‌্যালি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্পমাল্য অর্পণ এবং হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বেলা ১১ টায় আলোচনা শেষে বঙ্গবন্ধু রুহের মাগফেরাত কামনা, শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য কামনা ও দলীয় নেতাকর্মী যারা অসুস্থ্য উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহসভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী তাদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট রোববার হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হত না। আমরা সে জাতি যার অবদানে বাংলাদেশ সৃষ্টি হয়েছে তাকেই নির্মম ভাবে সহ পরিবারকে হত্যা করে। এ ইতিহাস বাঙ্গালী জাতি কোন দিন ভুলবো না।’

শোক,দ

তিনি আরো বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্ট শাহাদত বরণকারী শহীদদের প্রতি রইল শ্রদ্ধা এবং তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক।’

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব নির্মল পাল ইউনিয়ন আওয়ামী লীগের, য়ার্ড আওয়ামী লীগেরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ ওহিদুর রহান।

প্রতিবেদক: মো.ইসমাইল