Home / চাঁদপুর / চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
শোক

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়েছে।

১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনসহ দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করে দীয় কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে জেলা প্রশাসন আয়েজিত চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুরস্পঅর্পন করে। এরপর বেলা ১১টার দিকে চাঁদপুর আউটার স্টেডিয়ামে ৪ সহস্রাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও শোক দিসবে প্রত্যেক উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, দোয়া মিলাদ ও তবররুক বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সা‌বেক সভাপ‌তি ও সাংসদ ড. শামছুল হক ভূঁইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়র আ. বর ভূইয়া, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুর র‌শিদ সর্দার, যুগ্ম সম্পাদক অ‌্যা‌ড জ‌হিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন, প্রচার সম্পাদক আবু না‌ছের বাচ্চু পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া কালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, আবু পাটোয়ারী, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।

সভাপতির বক্তব্যে না‌ছির উ‌দ্দিন আহ‌মেদ ব‌লেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন। যেখানে সকল ধর্মের মানুষের সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু স্বাধীরতার পরাজিত শক্তি সেটি কখনোই চায়নি। তারা সবসময় সুযোগের অপেক্ষায় ছিলো। তারা স্বাধীন দেশ‌েকে আবার পি‌ছি‌য়ে দি‌তে জা‌তির জনক‌কে স্বপ‌রিবা‌রে হত‌্যা ক‌রে। বঙ্গবন্ধু‌কে হত‌্যার মধ‌্যদি‌য়ে তারা এ‌দে‌শের স্বাধীনতাকে হত‌্যার ষড়যন্ত্র ক‌রে‌ছিল। একইভাবে ২১ আগষ্ট জন‌নেত্রী শেখ হা‌সিনা‌কে হত‌্যার চেষ্টা ক‌রে স্বাধীনতা বিরোধী চক্র।

তিনি আরো বলেন, এখনো খন্দকার মোস্তাকের পরমাত্মারা আমাদের চারপাশে ঘুড়ে বেড়াচ্ছে। আমেনা বেগমের মতো অনেকেই আওয়ামী লীগের মাঝে বিভাজন সৃষ্টি করের আওয়ামী লীগকে ধ্বংস করতে চাইছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। জন‌নেত্রী শেখ হা‌সিনার দৃড় নেতৃ‌ত্বে বাংলা‌দে‌শে আজ উন্নত সমৃদ্ধ রূপান্তরিত হ‌চ্ছে। তাই সকল বিভাজন ভুলে চাঁদপুরে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের আওযাসী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এসব কর্মসূচিতে জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, প্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ আগস্ট ২০২১