শোককে শক্তিতে পরিণত করে নৌকার বিজয় নিশ্চিত করবো: মায়া চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সম্প্রতি হারিয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুকে। পুত্র হারানোর বেদনা বুকে নিয়েই তিনি নৌকার বিজয়ের লক্ষ্যে যোগ দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও মতবিনিময় সভায়।

এই সভায় চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আমরা শোককে শক্তিতে পরিণত করে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করব, ইনশা আল্লাহ।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোহনপুরে আলী ভিলা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন এই আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

সভার শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জ্যেষ্ঠ পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।

তিনি বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় ঠেকিয়ে রাখা যাবে না। নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

নিজের সন্তান প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু আমার চাইতেও বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, সেটা তার জানাজায় সর্বসাধারণের অংশগ্রহণই প্রমাণ করেছে। সে মতলবের উন্নয়নে দিনরাত পরিশ্রম করেছে। তার স্বপ্ন ছিল মতলের মানুষের মুখে হাসি ফোটানো। আমি আমার ছেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন, সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমরা শোককে শক্তিতে পরিণত করে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করব, ইনশা আল্লাহ।

এসময় উপস্থিত সকলে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আশফাক চৌধুরী মাহি, বাংলাদেশ রেলওয়ে জাতীয় শ্রমিকলীগের সভাপতি অ্যাড. মোঃ হুমায়ন কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা সেফালি,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, যুগ্ন-সম্পাদক আইয়ুব আলী গাজী, মিজানুর রহমান (এসি মিজান), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, মোঃ শাহজাহান মিয়া, গাজী ইলিয়াসুর রহমান,উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জর্জ,উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবু রাধেশ্যাম চান্দু, আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য্য আহসান উল্লাহ হাসান, শাহআলম সিদ্দকী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির চেয়ারম্যান আঃ সোবহান সরকার সুভা,উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী,ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই প্রধান, একলাশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেহানউদ্দিন নেতা, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বাগানবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেঃ নান্নু মিয়া, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, মোসাদ্দেক হাওলাদার মামুন, রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম রনি, সাবেক সহ-সভাপতি এসএম নোমান দেওয়ান, মোঃ খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন,উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ জনিসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বিজয়ী করার লক্ষে রাত ৭টার সময় ছেংগারচর পৌর আওয়ামীলীগ,অঙ্গ, ও সহযোগি সংগঠন এবং পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন,ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী। সভাটি পরিচালণা করেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী।
সভার শুরুতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র মতলবের যুবসমাজের আইকন, দলমত নির্বিশেষে সকেলের মনজয় করে নেওয়া জননন্দিত নেতা প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সভা থেকে পৌরসভা থেকে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয় করে সাজেদুল হোসেন চৌধুরীর স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গকার ব্যক্ত করেন বক্তারা। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আশফাক চৌধুরী মাহি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, যুগ্ন-সম্পাদক আইয়ুব আলী গাজী, মিজানুর রহমান (এসি মিজান), সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জর্জ, আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য্য আহসান উল্লাহ হাসান, শাহআলম সিদ্দকী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান,ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, সাবেক কমিশনার ও আওয়ামীলীগ নেতা খোকন প্রধান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, পৌর কৃষকলীগ নেতা আঃ কাদির প্রধান, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি মিল্লাতুনেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী বেগম, পৌর আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া,ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, যুবলীগ নেতা কামাল হোসেন, ছেংগারচর পৌর মৎস্যজীবিলীগের সভাপতি জনি সরকার,সহ-সভাপতি কবির হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ফকির,যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, ছেংগারচর পৌর যুবলীগ নেতা বাদল ঢালী,রেজাউল করিম ডেঙ্গু, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তারসহ পৌরসভার সকল কাউন্সিলর,বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল,৭ ডিসেম্বর ২০২৩

Share