Home / চাঁদপুর / চাঁদপুরে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে দামও কমেছে
vegetable bazar

চাঁদপুরে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে দামও কমেছে

চাঁদপুরে পাইকারি বাজারে শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে ফলে দামও কমেছে বেশ। এ অবস্থায় ক্রেতা সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। আর উৎপাদনের খরচটুকুও তুলতে না পেরে হাসি নেই কৃষকের মুখে।

চাঁদপুরের পালবাজার। জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার এটি। শীতের এ সময় সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে বাজারে। মিলছে ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, টমেটো, শিমসহ নানা ধরনের সবজি।

চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় সবজির দাম কমেছে। এরপরও প্রচণ্ড ঠান্ডায় ক্রেতার সংখ্যা কম বলে দাবি সবজি ব্যবসায়ীদের। আর ঋণের টাকায় সবজি আবাদ করে উৎপাদনের খরচ তুলতে না পেরে লোকসান গুনছেন কৃষকেরা।

প্রতিদিন ভোর ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ বাজারে কোটি টাকার লেনদেন হয় বলে দাবি বাজার সংশ্লিষ্টদের।

করেসপন্ডেট,২২ জানুয়ারি ২০২১