চাঁদপুরে ওয়াপদা বরপিট খালের ফরিদগঞ্জ উপজেলার অংশের প্রায় ১২ কিলোমিটার জুড়ে ২২৭ জন অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
আগামী ২৩ ডিসেম্বর চাঁদপুর জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ যৌথভাবে ঐ অভিযান পরিচালনা করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুলল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বলেন, চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খানের নির্দেশে ৯ ডিসেম্বর (সোমবার) বিকালে খালগুলোর বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করা হয় পরবর্তী কর্মসুচি এবং অবৈধ দখলদারদের প্রতি নোটিশ প্রদানের কার্যক্রম শুরু করেন ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুলল্লাহ আল মাহমুদ জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, ভূমি অফিস ও পানি উন্নয়ন বোডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
জেলা প্রশাসক (রাজস্ব) আবদুলল্লাহ আল মাহমুদ জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের সকল নদী, খাল উচ্ছেদের এই সার্বিক কার্যক্রম মনিটরিং করবে পানি সম্পদ মন্ত্রণালয়।
২৩ ডিসেম্বর সারাদেশের ৬৪ জেলার ৬৪ টি খাল একযোগে অবৈধ দখলমুক্ত করা হবে এর মধ্যে আমাদের চাঁদপুরে ও এই অভিযান চলবে।
প্রতিবেদক:শিমুল হাসান+
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur