Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে শিশুর মৃত্যু নিয়ে গুঞ্জন!
শিশুর
প্রতীকী ছবি

হাইমচরে শিশুর মৃত্যু নিয়ে গুঞ্জন!

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রেসক্লাবে সদস্য সাংবাদিক আমির হোসেন মানিকের শিশু পুত্র আবদুল্লাহ (১৬ মাস) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নার্সের ভুলের কারণে মৃত্যু হয়েছে বলে গুঞ্জন শুনা যাচ্ছে। তবে এখন পযর্ন্ত শিশুটি মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টার দিকে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১৩ সেপ্টেম্বর শিশুটি কে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সকালে হাসপাতালে নার্স গীতা রানী শিশু টি সেফটাজিডিম ৫০০ এমজি ইনজেকশন শীরা পথে পুশ করার ৫ মিনিটের পর শিশুটি মারা যায়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, এ ধরনের ইনজেকশন শিশুদের ধীর গতিতে দিতে হয়। দ্রুত গতিতে দিলে শিশুরা হার্ড স্টোক করে মৃত্যু কোলে ঢলে পড়ে।

এ ব্যাপারে ডিউটিরত নার্স গীতা রানী জানতে চাইলে তিনি কিছুই জানে না বলে জানান।

এ ব্যাপারে একজন চিকিৎসক কাছে শিশু মৃত্যু হতে পারে কারণ জানতে চাইলে তিনি জানান যদি ইনজেকশন মেয়াদ উত্তির্ন হলে গেলে, পাউডার ভালো ভাবে মিশ্রণ না করে পুশ করা এবং খুব দ্রুত গতিতে ইনজেকশন পুশ করলে। তখনি শিশুটি হার্ট স্টোক করেছে।

এ ব্যাপারে শিশুটির ফুফা আবুল কালাম আজাদ জানান, সংবাদ পেয়ে ছুটে এসেছি। শিশুটি ছোট মানুষ টানাহেঁচড়ার করবে বলে প্রাথমিক ভাবে অভিযোগ না করলেও তবে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি। নার্সের অবহেলায় বাচ্চা মৃত্যু হয়েছে আমার ধারনা।

এ ব্যাপারে ডাঃ বেলায়েত হোসেন জানান মায়ের বুকের দুধ খাওয়া শিশু টি বুকে আটকে মারা গেছে। তবে ময়নাতদন্তের করলে বের হয়ে আসবে মৃত্যুর আসল রহস্য।

প্রতিবেদক: বিএম ইসমাঈল