Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে শিডিউল ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা
শিডিউল

মতলবে শিডিউল ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষের টেন্ডার বাক্স ভেঙে শিডিউল ছিনতাইয়ের ঘটনায় ছয় জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। ইউএনও অফিসের সিসি ক্যামেরার ধারনকৃত ফুটেজ দেখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) রবিউল ইসলাম খান বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলা নং ডিআর ১৭২, তারিখ ১৮ জানুয়ারি, ২০২২।

থানা সূত্রে জানা যায়, সিডিউল ছিনতাইয়ের মামলায় প্রধান আসামি করা হয়েছে চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আলা আমিন ফরাজীকে। মামলাার অন্যান্য বিবাদীরা হলেন- দক্ষিণ বাইশপুর গ্রামের সোলাইমান দেওয়ানের ছেলে মাইন উদ্দিন দেওয়ান, সিরাজ পাটোয়ারীর ছেলে শরীফ পাটোয়ারী, কলাদী মহল্লার আফসার মির্জা, উত্তর বাইশপুর গ্রামের খোরশেদ ও মাহাবুব।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় মামলার এজাহার ভুক্ত ২নং বিবাদীকে আটক করে মঙ্গলবার চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের বিষয়ে অভিযান চলমান রয়েছে বলে জানান থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

উল্লেখ্য যে, বর্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তাসমুহ টেকসই করনের লক্ষে ‘ হেরিন বোন বন্ড ( এইচ বিবি) করণ ( ২য় পর্যায়) প্রকল্পের আওতাধীন পাঁচটি প্যাকেজের সিডিউল জমা দেয়ার শেষ তারিখ ছিল সোমবার (১৭ জানুয়ারি) দুপুর একটায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে ঠিকাদারগণ সিডিউল জমা দেয়ার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রবিউল ইসলাম খান টেন্ডার বাক্স সিলগালা করে চলে যায়। ওই মুহুর্তে চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আল আমিন ফরাজী তার দলবল নিয়ে ইউএনওর কক্ষে ঢুকে টেন্ডার বাক্স ভেঙ্গে জমাকৃত সিডিউল ছিনিয়ে নিয়ে যায়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৯ জানুয়ারি ২০২২