Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / শিক্ষার মান উন্নয়নে সরকার ব্যাপক উন্নয়ন বরাদ্দ দিয়ে আসছে
শিক্ষার

শিক্ষার মান উন্নয়নে সরকার ব্যাপক উন্নয়ন বরাদ্দ দিয়ে আসছে

মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, শিক্ষার মান উন্নয়নের লক্ষে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়নমূলক বরাদ্দ দিয়ে আসছে। যার সুফল হাজীগঞ্জের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন, ল্যাব, কম্পিউটার, শিক্ষার্থীদের সাইকেলসহ নানা সামগ্রী দেওয়া হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত আছে।

তিনি রোববার হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথা বলেন।

ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (অব:) ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লা মিয়ার সভাপতিত্বে ও কলেজের উপাধ্যক্ষ আনোয়ার উল্যাহ সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির, ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, কলেজের অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক(অব:) স্বপন কুমার পাল, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি,সৈয়দ আহম্মদ খসরু, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোহাম্মদ শামছুজ্জামান, ভূমি দাতা সদস্য আলী হোসেন মজুমদার, অধ্যাপক মো: সেলিম (ইংরেজি বিভাগ) সহকারী অধ্যাপক মো: মাকছুদুর রহমান ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে রঞ্জিতা পাল।

ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সি মোহাম্মদ মনির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন (রতন),দাতা সদস্য আব্দুল মান্নান, প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ আহমেদ মিঠূ, বিদ্যুৎসাহী সদস্য, আবুল হাসেম, অভিভাবক সদস্য মজিবুর রহমান তালুকদার, অভিভাবক সদস্য শুকু মিয়া, শিক্ষক প্রতিনিধি, নাজমা বেগম, শিক্ষক প্রতিনিধি বিলকিস আরা বেগম, শিক্ষক প্রতিনিধি, প্রদীপ কুমার দাসসহ হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শিল্প গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১৯ মার্চ ২০২৩