Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে চাঁদপুরে মানববন্ধন
শিক্ষার

শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে চাঁদপুরে মানববন্ধন

চাঁদপুর সদরের বালিয়া এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নামে ফেরারি আসামী হাসান খান, জাল সনদধারী, মামলাবাজ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টকারী জাহাঙ্গীর হোসেন ও এদের মদদদাতাদের অশুভ তৎপরতা এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ওই এলাকার ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ও ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ফরক্কাবা ডিগ্রি কলেজ, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শত শত শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহন করেন।

বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মজুমদার, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দীলিপ চন্দ্র দাস, ফরক্কাবাদ বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিজি।

কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান ও মহিনউদ্দিনের যৌথ সঞ্চালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ব্যাংকার রহুল আমিন মিজি, ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিজি, কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. সালাহ উদ্দিন, শেখ খাদিজা বেগম, মো. রেজাউল করিম মিঠু ও এবিএম শাহআলম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের মানবিক প্রথম বর্ষের শিক্ষার্থী নীলা আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু আজ আমাদেরকে পাঠদান রেখে মানববন্ধন করতে রাস্তায় নামতে হয়েছে। যা খুবই লজ্জাজনক। এর কারণ হচ্ছে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালভাবে পরিচালিত হউক একটি সংঘবন্ধ চক্র চায় না। তারা কলেজ, স্কুল ও শিক্ষানুরাগীদের বিরুদ্ধে সনদ ও টাকা চুরির অপবাদ দিয়ে মামলা করেছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষায় আমরা এইসব ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করছি।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৮ জুলাই ২০২২