চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ঢাকায় গিয়ে যাঁরা সাক্ষাৎ করতে আগ্রহী তাদেরকে শিক্ষামন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সাথে আগাম যোগাযোগ করে যাওয়ার জন্যে তিনি অনুরোধ জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীর অবস্থান এবং তাঁর কর্মব্যস্ততার বিষয়টি আগাম জেনে নিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করতে যেতে তাঁর নির্বাচনী এলাকার জনগণসহ চাঁদপুর জেলাবাসীর প্রতি তিনি অনুরোধ করেছেন।
এ ব্যবস্থা এ জন্যে যে, কেউ সাক্ষাৎ করতে গিয়ে যেনো ফিরে না আসেন এবং কষ্টের মধ্যে না পড়েন। শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা টুটুল মজুমদার এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রীর দপ্তরের কর্মকর্তাগণের নাম এবং তাঁদের মোবাইল নাম্বার হচ্ছে : ড. আব্দুল আলিম খান (একান্ত সচিব) ০১৭১৫২৫৮১৬৮, মফিজুর রহমান (সহকারী একান্ত সচিব) ০১৯১২৮০৭৭৮১, আফরাজুর রহমান (জনসংযোগ কর্মকর্তা) ০১৯১১০০৭৫৩৯, টুটুল মজুমদার (ব্যক্তিগত কর্মকর্তা) ০১৭১১৪০০০৬৯ ও মোঃ সোহেল রানা (ব্যক্তিগত কর্মকর্তা) ০১৯১৯১০১০১৯।
প্রেস বিজ্ঞপ্তি
৩১ জানুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur