Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নিবে ৬ হাজার ১৫২ শিক্ষার্থী
ssc

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নিবে ৬ হাজার ১৫২ শিক্ষার্থী

এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে ৬ হাজার ১শ ৫২জন পরীক্ষার্থী অংশ নিবে। এবারের পরিক্ষায় ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রী সংখ্যা।

গত বছর বিশ্বব্যপি মহামারী করোনা ভাইরাসের কারনে বন্ধ হয়ে যায়,দেশের সকল শিক্ষাপ্রতিষ্টান।

ফলে পরীক্ষা না নিয়েই পূর্বের ফলাফলের গড় অনুযায়ী অটো পাশের সিধান্ত নেওয়া হয়। এবছর সরকার তথ্য-প্রযুক্তি ব্যাবহার করে শিক্ষার্থীদের পাঠদান অব্যহত রাখেন।

ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩শত ৫২জন ছাত্র,৫শ ৩৬ জন ছাত্রী, মোট ৮শত ৮৭ জন পরীক্ষার্থী।

গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৮২ জন ছাত্র , ৪শত ৫৬ জন ছাত্রী, মোট ৭শত ৩৮জন পরীক্ষার্থী ।

চান্দ্রা ইমাম আরী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৩শত ৫২ জন ছাত্র,৪শত ৩৫জন ছাত্রী, মোট ৭শত ৮৭ জন পরীক্ষার্থী।

রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শত ৫৬জন ছাত্র,৭শত ১১ জন ছাত্রী, মোট ১হাজার ১শত ৬৭জন পরীক্ষার্থী।

ফিরোজপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৬০জন ছাত্র,৩শত ৪০জন ছাত্রী, মোট ৬শত জন পরীক্ষার্থী।

এস এস সিতে ৫টি কেন্দ্রে ১হাজার ৭শত ১জন ছাত্র,২হাজার ৪শত ৭৮ জন ছাত্রী, সর্বমোট ৪হাজার ২শত ৭৯জন পরীক্ষার্থী।

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় কেন্দ্রে ৩শত ৩০জন ছাত্র,৩শত ৮০জন ছাত্রী, মোট ৭শত ১০ পরীক্ষার্থী।

চান্দ্রা হামিদিয়া মাদ্রাসা কেন্দ্রে ২শত ৩৫জন ছাত্র, ৩শত ৫৫জন ছাত্রী,মোট ৫শ ৯০ জন পরীক্ষার্থী।

রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১শত ৯১জন ছাত্র,২শত ৪৭জন ছাত্রী, মোট ৪শত ৩৮ জন পরীক্ষার্থী।

দাখিল পর্যায়ে ৭শত ৫৬জন ছাত্র,৯শত ৮২জন ছাত্রী , মোট ১হাজার ৭শত ৩৮জন পরীক্ষার্থী।

এস এস সি ভোকেশনাল, ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৭৭জন ছাত্র, ৫৮জন ছাত্রী, মোট ২শত ৩৫জন শিক্ষার্থী।

ফরিদগঞ্জ উপজেলায় ৯টি কেন্দ্রে ২হাজার ৬শত ৩৪জন ছাত্র, ৩হাজার ৫শত ১৮ জন ছাত্রী, সর্বমোট ৬হাজার ১শত ৫২জন পরীক্ষার্থী অংশ নিবে।

পরীক্ষার্থীদের ৫৮ শতাংশ ছাত্রী, ৪২শতাংশ ছাত্র।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ১১ নভেম্বর ২০২১