Home / চাঁদপুর / বাবুরহাটে এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বন্ধু আড্ডা
শিক্ষার্থীদের

বাবুরহাটে এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বন্ধু আড্ডা

চাঁদপুর শহরের বাবুরহাটে এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বন্ধুআড্ডা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শুক্রবার বাদজুমা বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে ঐ আড্ডা অনুষ্ঠিত হয়। অর্ধ শতাধিক বন্ধুরা এতে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাত, উপহার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থী ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. মোস্তফা তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থী মনির হোসেন গাজী।

চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাড. আব্দুল্লাহীল বাকীর পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী, ব্যবসায়ী আ. আজিজ মিয়াজী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মো. খায়রুল আলম নয়ন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, সংগঠক মু. মুজিবুর রহমান ফরহাদ, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চট্টগ্রামে বসবাসকারী চাঁদপুরের বন্ধু কাজী মো. হেলালউদ্দিন, লায়ন মো. মনির হোসেন, আব্দুল কাদির গাজী, লায়ন মফিজুর রহমান, গোলাম মুর্তুজা, মো. জাহাঙ্গীর আলম, মো. লোকমান হোসেন।

চাঁদপুরের অ্যাড. আক্তার হোসেন সরকার, অ্যাড. মঞ্জুর আলম চৌধুরী, অ্যাড. মো. আওলাদ হোসেন খান, ব্যবসায়ী এসএম মোরশেদ সেলিম, শিক্ষক নেতা মো. গিয়াস উদ্দিন কবির, লায়ন গোলাম হোসেন টিটু, মো. জহিরুল ইসলাম জিন্টু, কেএম ছিদ্দিকুর রহমান, শেখ মো. রফিকুল ইসলাম, মো. ওসমান খান, মো. আব্বাস পাটওয়ারী, মো. নাসির উদ্দিন তপাদার, মো. আবু জাফর গাজী, তোফায়েল আহমেদ খান, মো. কামরুজ্জামান কামাল, কাজী নাসিরুজ্জামান, মোজাম্মেল হোসেন, মো. ফারুক মজুমদার, মো. মুরাদ হোসেন পাটওয়ারী, মো. জহিরুল হক, জসিম পাটওয়ারী, জাহাঙ্গীর আলম, মো. ইমাম হোসেন, মিজানুর রহমান গাজী, মীর্জা মো. আলী জিন্নাহ, শেখ মো. রশিদ, মো. সেলিম খান, মো. জামাল উদ্দিন, কাজী মো. ওমর ফারুক, নির্মল চন্দ্র শীল প্রমুখ।

এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের বাবুরহাট অঞ্চলের বন্ধুদের আয়োজনে বক্তারা ৩৫ বছর পর আবারো স্কুল জীবনের বন্ধুদের একত্রিত করতে পেরে উচ্ছ¡াস প্রকাশ করেন। তারা বলেন, ৩৫ বছর পর স্কুলের বন্ধুদের সাথে আবারো মিলিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এতো বছর পর স্কুলবন্ধুদের দেখে আপ্লুত আমরা। আমরা চাই ভবিষ্যতে আমাদের যার-যার ক্ষেত্র থেকে স্কুলবন্ধুদের সুখে-দুঃখে পাশে থাকতে। এছাড়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেনো নিজেদের সুখে-দুঃখে একত্রে থাকতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরবর্তীতে করোনা সংক্রমণ না থাকলে আরো বড় আকারে বন্ধুরা মিলিত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে এসএসসি’৮৬-এর মৃত বন্ধুসহ সব মুসলমানদের রুহের মাগফেরাতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী মো. হেলালউদ্দিন। এছাড়া ’৮৬ বন্ধুদের মধ্যে চট্টগ্রামের বন্ধু মফিজুর রহমানের সৌজন্যে প্রাপ্ত টি-শার্ট ও মাস্ক বিতরণ করা হয়। সন্ধ্যায় আশিকাটি কাঁশফুল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অ্যাড. আব্দুল্লাহীল বাকীর উদ্যোগে কফি আড্ডা অনুষ্ঠিত হয়।

স্টাফ করেসপন্ডেট