Home / জাতীয় / শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী জানতে হবে : কৃষিমন্ত্রী
A--RAZZAK-...
ফাইল ছবি

শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী জানতে হবে : কৃষিমন্ত্রী

ঢাকা রাজধানীর স্বনামধন্য আইডিয়াল কলেজ ধানমন্ডির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে কলেজের ক্যাম্পাসে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ সুবর্ণজয়ন্তীর উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হতে হবে আইডিয়াল ছাত্র। এজন্য বঙ্গবন্ধুর আত্মজীবনী শিক্ষার্থীদের জানতে হবে এবং সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। আইডিয়াল কলেজের যেকোনো উন্নয়নমূলক কাজে আমি সবসময় পাশে থাকব।’

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে মন্ত্রী বলেন,‘মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃতি করার চেষ্টা করেছে জামায়াত-বিএনপি জোট সরকার। তাদের এ ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারেক রহমান লন্ডনে বসে জিয়াউর রহমানকে জাতির জনক বানানোর অপচেষ্টা করছে। এটা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন নেতাও আলোচনা করেছে।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে জনমত গড়ার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন হতে হবে। যাতে কোনো কুচক্রী মহল মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করতে না পারে।

কলেজটির গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউর রহমান অ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দীন আহম্মেদ,উপাধ্যক্ষ মুজিবুর রহমান,তৌফিক আজিজ চৌধুরী।

এছাড়াও অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কলেজটির গভর্নিং বডির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া,মিজবাহুর রহমান ভূঁইয়া রতন,মো.হোসেন হায়দার,জসীম উদ্দিন আহমেদ,আলম তাজ বেগম,ডা.লুৎফুন নেছা,মাহফুজুর রহমান,যতীন্দ্র লাল চাকমা,কাজী মোহাম্মদ মাসুম,মিসেস রওনক জাহান,তরুণ কুমার গাঙ্গুলী।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা ব্যান্ড দল।

ঢাকা ব্যুরো চীফ , ১১ জানুযারি ২০২০